নিজস্ব প্রতিবেদক: সারা দেশে টানা ২ সপ্তাহ করোনায় মৃত্যু নেই, কমেছে শনাক্তও । ৬ মে সকাল ৮টা থেকে ৭ মে সকাল ৮টা পর্যন্ত করোনায় কেউ মারা যাননি। ফলে, করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৭ অপরিবর্তিত রয়েছে। এ নিয়ে টানা ১৭ দিন দেশে করোনায় কারও মৃত্যু হয়নি।

শনিবার (৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে ১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৫২ হাজার ৭৭৬ জন। এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ২১৭ জন ।মোট এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৭ হাজার ২৬৩ জন।গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৩৮ শতাংশ। এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫১ কোটি ৬৪ লাখ ৪৭ হাজার ৬০৫ জন। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লাখ ৭৪ হাজার ৪৯৩ জন। সুস্থ হয়েছেন মোট ৪৭ কোটি ১১ লাখ ২৪ হাজার ২৭৬ জন।