নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে দেলদুয়ার উপজেলার মাদক ব্যবসায়ী মাহবুবুর রহমান লোবানকে তিনশ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানী। মাদক ব্যবসায়ী লোবান উপজেলার জাঙ্গালিয়া গ্রামের লুৎফুর রহমান শফির ছেলে

র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (০৯ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে জাঙ্গালিয়া গ্রামের ডা. এফ আর খান পাইলট ইন্সটিটিউট স্কুল মাঠ থেকে মাহবুবুর রহমান লোবানকে (৩৯) তিনশ’ পিস ইয়াবা, ০১ টি মোবাইল ফোন ও নগদ তিন হাজার পাঁচশ’ টাকাসহ গ্রেফতার করা হয়।তার বিরুদ্ধে দেলদুয়ার থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।