ঈদুল আজহা পালিত হবে ১২ আগস্ট
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পশ্চিম আকাশে চাঁদ দেখা গেছে পবিত্র পালিত হবে আগামী ১২ আগস্ট ।মুসলমানদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ হবে ১২ আগস্ট সোমবার। শুক্রবার বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হয় । গতকাল ইসলামিক চাঁদ দেখা ফাউন্ডেশন সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মুহাম্মদ আবদুল্লাহ।চাঁদ দেখা যাওয়ায় শনিবার থেকে হিজরি পঞ্জিকার জিলহজ মাস গণনা শুরু হবে। বাংলাদেশে কোরবানির ঈদ হবে ১২ আগস্ট। মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে পশু কোরবানি দেয়া হয়, যার মধ্য দিয়ে নিজের ভেতরের কলুষতাকে বর্জন এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভই ইসলামের শিক্ষা।
এর আগে গতকাল বৃহস্পতিবার সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায়। আগামী ১০ আগস্ট সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। পরদিন অনুষ্ঠিত হবে ১১ আগস্ট (রবিবার) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা। আর একদিন পর ১২ আগস্ট সোমবার বাংলাদেশে পশ্চিম আকাশে চাঁদ দেখা যাওয়ায় পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে।শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়।