নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সদর উপজেলার তারুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মেধাবী ছাত্রী আনিকা বাঁচতে চায়। আনিকার পিতা তারুটিয়া গ্রামের খাইরুল আজিম মিল্টন একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত। অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না তার।
আনিকার মাতা বলেন, আমার কন্যা মেধাবী ছাত্রী। আনিকা দীর্ঘদিন যাবৎ জটিল (ফ্রালাসেমিয়া ) রোগে ভূগিতেছে। প্রতিমাসে তাকে বাঁচাতে রক্ত দিতে হয়। দীর্ঘদিন যাবৎ তার পিতা নিজ অর্থে এবং বিভিন্ন আত্মীয়-স্বজন ও বন্ধু বান্ধবের সহযোগিতা নিয়ে চিকিৎসা চালিয়ে আসছেন। অর্থের অভাবে বর্তমানে আনিকার চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। ডাক্তার বলেছেন তার বোনমেরু প্রতিস্থাপন করতে হবে ভারতের চেন্নাই এ্যাপলো হাসপাতালে।
সম্ভাব্য খরচ হবে প্রায় ২৫ লাখ টাকা। তার পিতার সম্পত্তি বিক্রি করেও ব্যয়বহুল এ চিকিৎসার জন্য এত টাকা সংগ্রহ করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই সমাজের বিত্তবানদের নিকট আনিকার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা কামনা করেছেন। তার পিতা খায়রুল আজিম মিল্টনের একাউন্ট নাম্বার- ০১০৩১২১০০০৭১২৭২ মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, টাঙ্গাইল শাখা।
একটি মন্তব্য
Pingback: কালিহাতীতে অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু ভুঞাপুর লোকাল নিউজ