নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভুঞাপুরে লোকমান ফকির মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন স্থানীয় এমপি তানভীর হাসান ছোট মনির। রবিবার (৬ অক্টোবর) এমপি ছোট মনিরের বাসায় কলেজের অধ্যক্ষ হাসান আলী ফুলেল তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানান । এ সময় উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য আব্দুল লতিফ তালুকদার, হাসান সরোয়ার লাভলু, মো. নাসির উদ্দিন প্রমুখ।
জানা যায়, গত ৩ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির নির্বাহী আদেশে সভাপতি খন্দকার মশিউজ্জামান রুমেল এর পরিবর্তে এমপি ছোট মনিরকে নতুন সভাপতি করা হয় । শুভেচ্ছো বিনিময় শেষে সভাপতি বলেন, বিগত সময়ে কলেজে তেমন কোন উন্নয়নের কাজ হয়নি। আমাকে সভাপতি করা হয়েছে, আপনাদের সহযোগিতা নিয়ে যাতে কলেজের উন্নয়ন করা যায় সেদিকে কাজ করে যাবো।