নিজস্ব প্রতিবেদকঃ মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শে প্রতিষ্ঠিত “দৈনিক মজলুমের কন্ঠ” পত্রিকার ২৭ বছর পেরিয়ে ২৮ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকালে ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন “দৈনিক মজলুমের কন্ঠ” ভূঞাপুর উপজেলা প্রতিনিধি মোঃ আতোয়ার রহমান মিন্টু।
অনুষ্ঠানে ‘দৈনিক মজলুমের কন্ঠ’ উপজেলা প্রতিনিধি মোঃ আতোয়ার রহমান মিন্টুর সভাপতিত্বে ও দৈনিক যায়যায়দিন পত্রিকার ভূঞাপুর প্রতিনিধি আখতার হোসেন খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গীস বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহান, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম প্রমুখ।
বক্তব্য রাখেন- ভূঞাপুর প্রেসক্লাবের উপদেষ্টা বদিউজ্জামান খাঁন, সভাপতি শাহ আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মাসুদুল হক টুকু প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ হজরত আলী, ভূঞাপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সহ-সভাপতি সৈয়দ সরোয়ার সাদী রাজু, যুগ্ন সম্পাদক জুলিয়া পারভেজ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহীম ভূঁইয়া, দপ্তর ও পাঠাগার সম্পাদক কোরবান আলী তালুকদার, ফরমান শেখ, কার্যকরী সদস্য মোঃ নাসির উদ্দিন, মুহাইমিনুল ইসলাম হৃদয়, সাংবাদিক আব্দুর রশিদ সেখ, আসাদুল খান, সানোয়ার হোসেন, আলমগীর হোসেন, মোঃ আব্দুর রহিম মিয়া, রফিকুল ইসলাম রবি, আরিফুজ্জামান তপু, খন্দকার মাসুদ রানা, শফিউর রহমান প্রমুখ।