লোকাল নিউজ ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় এই প্রথম নারী ইউএনও হিসেবে যোগ দিয়েছেন নাসরীন পারভীন। বৃহস্পতিবার তিনি নতুন কর্মস্থলে যোগদান করেছেন। এর আগে তিনি মানিগঞ্জের সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
নাসরিন পারভীন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের হোম ইকোনোমিক্স থেকে পুষ্টি বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি লাভ করে ২৯ তম বিসিএস এ রাজশাহী ডিভিশনে ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি ২০১৮ সালে ২৮ অক্টোবর মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ইউএনও হিসেবে যোগ দেন। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এটি তার দ্বিতীয় উপজেলা। ইউএনও নাসরীন পারভীনের স্বামী গাজিপুর জেলার শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত। নাসরিন পারভীনের বাড়ি লালমনিরহাটের সদর উপজেলায়।