আলমগীর তালুকদার ভূঞাপুর:টাংগাইলের ভূঞাপুর চোর আটক করে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে মুক্তি দিয়েছে স্থানীয় ইউপি মেম্বার হিটলার তালুকদার হিটু সহ গ্রামের লোক জন ।আটককৃত চোর নাজমুল উপজেলার মাদারিয়া উত্তর পাড়া গ্রামের রহিচ উদ্দিনের ছেলে ।
জানাযায় ,রবিবার (১৩ অক্টোবর) সকালে রায়েরবাশালিয়া গ্রামের মিয়া বাড়ি জাহাঙ্গীর হোসেনের বাড়িতে কেউ না থাকায় নাজমুল বাড়ি ঢুকে ইলেকট্রনিক মালামাল চুরি করে পালানোর সময় স্থানিয় লোকেরা তাকে হাতেনাতে ধরে ফেলে।এর আগেও আরো কয়েক জাগায় দ্বরা পড়েছে।স্থানীয় লোকজন বলেন,মাঝে মাঝে তাকে ধরে গনপিটুনি দেয়া হয়েছে তবুও ভালো হয়নি।পরে গ্রামের লৈাকজন বসে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে নাজমুলকে ছেরে দেয়।