লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ভুঞাপুরে যমুনা নদীতে ছবি তোলার সময় পড়ে গিয়ে নিখোঁজ শিশু রাবেয়ার (৫) লাশ দুইদিন পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬আগষ্ট) সকালে রাবেয়ার লাশ যমুনা নদীর সিরাজকান্দির লেংড়া বাজার এলাকায় ভেসে উঠে। ।
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের সিরাজকান্দি গ্রামের এরশাদ আলী ঈদ উপলক্ষে বুধবার বিকালে পরিবারের সবাইকে নিয়ে ল্যাংড়া বাজার এলাকার যমুনা নদীর তীরে ঘুরতে যায়। এসময় তার পাঁচ বছরের শিশু কন্যা রাবেয়াকে বালুবাহী ভলগেটের উপর দাঁড় করিয়ে ছবি তুলতে গেলে সে নদীতে পড়ে যায়। ¯্রােত বেশী থাকায় পরিবারের সদস্যরা চেষ্টা করেও তার কোন খোঁজ পায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় টাঙ্গাইল ও ভূঞাপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা রাত ৯ টার পর্যন্ত উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। বৃহস্পতিবার পুনরায় তারা উদ্ধার কাজ চালিয়েও ব্যর্থ হয়। শুক্রবার সকালে ভলগেট সরালেই লাশটি ভেসে উঠে।
একটি মন্তব্য
Pingback: ভূঞাপুরে পুকুর থেকে শতবর্ষী বৃদ্ধার লাশ উদ্ধার ভুঞাপুর লোকাল নিউজ