লোকাল নিউজ ডেস্ক: ভূঞাপুরে নতুন সর্বহারা পার্টির পরিচয়ে উপজেলার গোবিন্দাসী গ্রামের চান্দু মিয়ার ছেলে হারুন ও তার স্ত্রী শিল্পী বেগমের নাম উল্লেখ করে পৃথক পৃথক দুটি চিঠি দিয়ে চাঁদা দাবি করে। গত শুক্রবার ৪ অক্টোবর রাতের কোন এক সময় ঘরের সামনে চিঠি দুটি রেখে যায়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সর্বহারা-চানদু পোলা হারুর তুই টাকা দিবি বিষহাজার। যদি টাকা নাদিস। তাহলে তোর মেয়েকে মেরে ফেলব। আমরা কারো ভয় দেখাইনা। আমরা যা বলি তাই করিু। আমরা গোবিন্দাসীর নতুন সর্বহারা। টাকা দিবি গোবিন্দসী ঈদ বাজারে রাত দুইটায়। সময় রবিবার। কোন চালাকি করলে তোকে জবাই করব কারন জীবটা তোর মানুষ জবাই করা আমাদের পেশা নতুন সর্বহারা।এই চিঠি পেয়ে হারুন ও তার পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছে বলে জানায়।
এব্যপারে গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবলু জানায় চিঠি দুটি আমি দেখেছি। তাদের কে ভূঞাপুর থানায় একটি জিডি করার পরামর্শ দিয়েছি। থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এ বিষয়ে আমার সাথে কেউ যোগাযোগ করেনি। যোগাযোগ করলে প্রয়োজনীর ব্যবস্থা গ্রহন করা হবে।
এটাও চেক করতে পারেন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইলে ছাত্র হত্যায়: মন্ত্রী-এমপিসহ ৫৬ নেতার বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইল পুলিশের সাথে সংঘর্ষ ও পুলিশের গুলিতে নিহত স্কুল ছাত্র …