লোকাল নিউজ ডেস্ক : ভূঞাপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন উপলক্ষে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিভিন্ন কর্মসুচির উদ্বোধনী প্রথম দিনে বৃহস্পতিবার সকাল ১১টায় ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক র্যালির আয়োজন করে।

র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশ নেয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহী উদ্দিন, ডা. হাসান হাফিজুর রহমান, ডা. ওমর ফারুক, ডা. নিশাত সাইদা, ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি আসাদুল ইসলাম বাবুলসহ ভূঞাপুর হাসপাতালের নার্স ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।