আঃ রশিদ তালুকদার: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পশ্চিম সিমান্তবর্তী লোকেরপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন তালুকদারের রয়েছে অগাধ কৃষি প্রেম। তিনি আধুনিক কৃষি সম্প্রসারণে নিজে উন্নত জাতের শস্য ও ফল চাষের পাশাপাশি এলাকার কৃষকদের উৎসাহ দিয়ে থাকেন। তার উৎসাহ পেয়ে এলাকার অনেক কৃষক উচ্চ ফলনশীল শস্য ও ফল চাষে আগ্রহী হয়েছেন। সম্প্রতি তার বাড়ির আঙ্গিনায় রোপনকৃত উন্নত জাতের একটি পেঁপে গাছে পেঁপের বাম্পার ফলন দেখে এলাকার কৃষকরা ঐ জাতের পেঁপে চাষে উৎসাহিত হচ্ছেন। সরেজমিনে গিয়ে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন তালুকদার কৃষকদের নানা পরামর্শ ও কৃষিকাজে উৎসাহিত করায় এলাকায় ইতিমধ্যে কৃষকবন্ধু হিসেবে পরিচিতি অর্জন করেছেন। বীর মুক্তিযোদ্ধা জয়নাল তালুকদার প্রতিবেদককে জানান, পরিত্যক্ত জমি বলতে কোন কথা নেই। বাড়ির আঙ্গিনায় যে সব জায়গা থাকে তা পরিস্কার করে ফল অথবা সবজি চাষ করলে একদিকে যেমন নিজের চাহিদা পুরণ হয় অন্যদিকে দেশের জন্য অনেক উপকারে আসে।
