নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে সখীপুরে ২হাজার ৫শ’ পিস ইয়াবাসহ কবির বিশ্বাস উকিল (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার বোয়ালী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
মাদক ব্যবসায়ী কবির বিশ্বাস রাজশাহী জেলার গোদাবাড়ী উপজেলার মহিশালবাড়ী এলাকার মৃ’ত নিয়াজ উদ্দিনের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার (উত্তর)-এর ওসি সাজ্জাদ হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কবির বিশ্বাসকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২হাজার ৫শ’ পিস ই’য়াবা উদ্ধার করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে মা’মলার প্রস্তুতি চলছে।