সিরাজগঞ্জে রংপুর এক্সপ্রেসে আগুন বনলতা ট্রেনে যাচ্ছে কর্মকর্তারা
অভিজিৎ ঘোষ, টাঙ্গাইল: সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনে রংপুর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে আগুন লাগার ঘটনায় টাঙ্গাইলে বিভিন্ন স্টেশনে তিনটি ও সিরাজগঞ্জে একটি ট্রেন আটকা পড়েছে।
ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড়ে, সিল্কসিটি ঘারিন্দা স্টেশনে, চাপাইনবাবগঞ্জগামী লোকাল ট্রেন মির্জাপুরে ও দিনাজপুরগামী একতা এক্সপ্রেস সিরাজগঞ্জের জামতৈল স্টেশনে আটকা পড়ে রয়েছে।
এদিকে দূর্ঘটনাস্থলে পৌছার জন্য ঢাকা থেকে সিল্কসিটি ট্রেনে রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা রওনা হয়েছেন। সিল্কিসিটি এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতুপূর্ব স্টেশনে আসার পর ওই কর্মকর্তারা ট্রেন পরিবর্তন করে বনলতা এক্সপ্রেস ট্রেনে সিরাজগঞ্জের উল্লাপাড়ার উদ্দেশ্য রওনা হবেন বলে জানিয়েছে বঙ্গবন্ধু সেতুপূর্ব স্টেশন মাষ্টার মাসুম আলী খান।
বঙ্গবন্ধু সেতুপূর্ব স্টেশন মাষ্টার মাসুম আলী খান বলেন, রংপুর এক্সপ্রেস ট্রেনটি দূর্ঘটনার কারনে ৪টি ট্রেন টাঙ্গাইল ও সিরাজগঞ্জের বিভিন্ন স্টেশনে আটকা পড়ে রয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক হলে ট্রেন চলাচল শুরু করবে।
আপনার মতামত লিখুন