লোকাল নিউজ ডেস্ক ঃ ঘাটাইলের লোকেরপাড়া আওয়াামীলীগ নেতৃত্বাধীন ৭ স্টারের উদ্যোগে ঈদ আনন্দে গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩০ মে ৭ স্টারের আঞ্চলিক কার্যালয়ে এ খাদ্য বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল -৩ ঘাটাইলের সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান।অনুষ্ঠানে আওয়াামীলীগ নেতা শহীদুল ইসলাম তারার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আওরঙ্গজেব খান হিটলার,ইবরাহীম খাঁ সরকারি কলেজের সাবেক ছাত্র নেতা মিনুল ইসলাম মানিক, লোকেরপাড়া ও এস ফাযিল মাদরাসার অধ্যক্ষ বখতিয়ার খান, লোকেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মশিউজ্জামান আরজু,২নং ওযার্ডে মেম্বার মনিরুজ্জামান মনি খা,আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম, বোরহান তালুকদার, আনোয়ার হোসেন তালুকদার, শাহিনুল ইসলাম খান তুলা প্রমূখ।অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ইউনিয়ন ওলামা লীগের সভাপতি মাওলানা আব্দুল বারি তালুকদার। পরিচালনা করেন অাওয়ামীলীগ নেতা ইমরান হোসেন তালুকদার। এ সময় গরীব অসহায় ৩ শত চল্লিশ জনের হাতে ঈদে খাদ্য হিসেবে ১কেজি চিনি,২প্যাকেট সেমাই ও ১টি দুধের ডিব্বা তুলে দেওয়া হয়।
