ঘাটাইলে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসিরের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) টাঙ্গাইললের ঘাটাইল উপজেলা শাখার উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, বন্যা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ঘাটাইল উপজেলা অডিটোরিয়ামে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের শুভ উদ্বোধন করা হয়।

এতে সভাপতিত্ব করেন ঘাটাইল উপজেলা বিএনপির সভাপতি মো: সিরাজুল হক সানা।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন,পৌর বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল বাসেত করিম,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল,যুগ্ম-সাধারন সম্পাদক আনোয়ার আজিম রানা,সাংগঠনিক সম্পাদক শাহিন প্রমূখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্রচার সম্পাদক মো:সুলতান।দোয়া মাহফিলে বিএনপি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল,শ্রমিকদল অংঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

হাসি মুখে ফাঁসির মঞ্চের দিকে গিয়েছিলেন মাওলানা নিজামী!

নিজস্ব প্রতিবেদক: ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন মাওলানা নিজামী! আর গুন গুন করে সুবহান আল্লাহ, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *