ঘাটাইলে সিংগুরিয়া
লোকাল নিউজ ডেস্ক : ঘাটাইল থানা ধীন সিংগুরিয়া পশ্চিম পাড়া ২৫ জুলাই বুধবার রাত ৯টায় ছেলেধরা গুজবে সোরহাব (৩২) নামে এক ব্যক্তি কে গণধোলাই দিয়েছে এলাকার লোকজন। সে শাহজাহান আলী ছেলে।
জানা গেছে, ঘাটাইলে সিংগুরিয়া পশ্চিম পাড়া সোরহাব নামের একজন ট্রাক ড্রাইভার রাত সাড়ে নয়টার দিকে ভ্যানচালক চান মিয়ার ঘরের পিছনে বসে থাকে। এক লোক দেখে লোকজনকে ডাক চিৎকা র দেয়, এলাকার লোকেরা দেখে তাকে না চিনে গলাকাটা বলে গণপিটুনি দেয়। কে বা কাহারা তাৎক্ষণিক ভুঞাপুর থানা ইনচার্জ কে ফোন দেয় ।
ভুঞাপুর থানা অফিসার ইনচার্জ বলেন, আমি দ্রুত ঘটনাস্থলে যাই, জীবনের ঝুঁকি নিয়ে ডোবায় নেমে উক্ত ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করি এবং তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য ভূঞাপুর হসপিটালে নিয়ে আসি। আহত ব্যক্তিকে চিকিৎসার পর জিজ্ঞাসাবাদে আহত ব্যক্তির বিষয়টি জানিয়ে দেই এটা ছেলে ধরা না, যে বিষয়টি হয়েছে তা গুজব ছাড়া কিছু নয়।