নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সারাদেশের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপির) ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১লা সেপ্টেম্বর) বিকেলে ঘাটাইল গণ উচ্চ বিদ্যালয় ও আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন মিছিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব বেল্লাল হোসেন,যুগ্ম সম্পাদক আনোয়ারুল আজিম রানা,পৌর বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল বাসেত করিম,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক, সাইফুল হেলাল বিশ্ববাসি উপস্থিত ছিলেন।জুমার নামাজ পর থেকেই উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে নেতাকর্মিরা ঘাটাইল গণ উচ্চ বিদ্যালয় ও আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন এসে সমবেত হয়। পরে এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির এর নেতৃত্বে বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবকদল,শ্রমিকদল,ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন।