নিজস্ব প্রতিবেদক : দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও রোগমুক্তি কামনায় ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৮ এপ্রিল) উপজেলার পৌর এলাকার সবুজবাগ ঈদগা মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড: এস এম ওবায়দুল হক নাসির।

বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি মো :হাসিনুজ্জামিল শাহিন। অন্যান্যের মধ্যে ইফতার পূর্ব আলোচনায় অংশ নেন ঘাটাইল উপজেলা বিএনপির সভাপতি মো :সিরাজুল হক সানা,সাধারণ সম্পাদক মো:আলহাজ্ব বেল্লাল হোসেন, পৌর বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাসেত করিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলানল,সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আবু বকর সিদ্দিক প্রমূখ। এছাড়া যুবদল,ছাত্রদল,শ্রমিকদল,স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।