টাঙ্গাইলে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক টাঙ্গাইলের ঃ টাঙ্গাইলে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২এপ্রিল) বিকেলে টাঙ্গাইল শহরের পশ্চিম আকুরটাকুর পাড়া ঈদগাঁ মাঠ প্রাঙ্গনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এসময় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালের সঞ্চালনায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এড.আহমেদ আযম খান।

এসময় তারেক রহমান বলেন, গুম, খুন ও ভোট চোর সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। জনগণের ভাতের অধিকার, কথা বলার অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে, প্রয়োজনে রাজপথ দখলে নিতে হবে। আগামী বছর আপনাদের সাথে বাংলাদেশে এক সাথে ইফতার করবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, সাঈদ সোহরাব ও এডভোকেট ওবায়দুল হক নাসির প্রমুখ। এছাড়া যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, তাঁতীদল, মহিলাদল, শ্রমিকদল, ওলামাদল ও মৎস্যজীবি দলের সকল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে শ্রমিকদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বিএনপি’র উপজেলা ও পৌর শ্রমিক …

Leave a Reply

Your email address will not be published.