মায়ের জানাযায় অংশ নিতে পারেনি সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু

নিজস্ব প্রতিবেদক :প্যারোলে মুক্তি না পাওয়ায় মায়ের জানাজায় অংশ নিতে পারেনি সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান, অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে (২) তিনি বন্দি অবস্থায় রয়েছেন। তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি। সারা দিন গুনজন ছিল প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিবেন আব্দুস সালাম পিন্টু, তার আগমন উপলক্ষ্যে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে শত শত নেতাকর্মী তাকে দেখার জন্য তার বাড়িতে ভিড় করেন৷ , শনিবার (১২ আগষ্ট) রাত সাড়ে ৮টার দিকে পিন্টুর মা মোছা: সালমা খাতুন (৯৫) রাজধানীর বাড্ডা এলাকায় এএনজেড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান। রবিবার (১৩ আগষ্ট) নিজ গুল পেঁচা গ্রামে জানাজা শেষে তার দাফন করা হয । আব্দুস সালাম পিন্টুর ছোটভাই যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এসময উপস্থিত ছিলেন। এসময় হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান তার মায়ের জানাযায় অংশ গ্রহন করেন।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

টাঙ্গাইলে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার ও সনদ বাতিলের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার ও সনদ বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *