নিজস্ব প্রতিবেদক: : টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সরকার দলীয় সাবেক এমপি আমানুর রহমান খাঁন রানা দুটি হত্যা মামলায় জামিনে মুক্ত হওয়ায় ৭ শতাধিক গাড়ির বহর নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুলের শ্রদ্ধা জানিয়েছেন। শনিবার (১৩জুলাই) সকালে তার নেতাকর্মীদের নিয়ে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে টাঙ্গাইল থেকে রওনা হন।

এই প্রথম ৭ শতাধিক গাড়ি নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।এর আগের এতো বড় গাড়ির বহর নিয়ে কেউ কোনদিন বঙ্গবন্ধুর সমাধিতে ফুলের শ্রদ্ধা জানাননি।উল্লেখ্য, টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা এবং দুই যুবলীগ নেতা মামলায় গত মঙ্গলবার সকালে টাঙ্গাইল জেলা কারাগার থেকে জামিনে বের হন সাবেক এমপি আমানুর রহমান খাঁন রানা।