অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন

অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন

লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে যমুনা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন করেছেন সাত গ্রামের তিন সহস্রাধিক মানুষ। শনিবার (১৭ আগষ্ট) দুপুরে বঙ্গবন্ধু সেতুর দক্ষিণ-পূর্ব পার্শ্বের উপজেলার আলীপুরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন
অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন


মানবন্ধনে ক্ষতিগ্রস্থদের অভিযোগ স্থানীয় প্রশাসন ও বিবিএ’র কিছু অসাধু কর্র্মকর্তাদের ম্যানেজ করেই চলে বালু উত্তোলন। তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। মানববন্ধনে গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, রফিকুল ইসলাম মাষ্টার, শামসুল আলম প্রমুখ।
বক্তব্যে আব্দুর রাজ্জাক বলেন, বঙ্গবন্ধু সেতুর কোল ঘেঁষে যমুনা নদী থেকে দীর্ঘদিন যাবৎ বালু উত্তোলন করে আসছে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের একটি প্রভাবশালী মহল। বালু উত্তোলনের ফলে উপজেলার চর সিংগুলি, বন সিংগুলি, কায়েম সিংগুলি, জিদহ, ভৈরববাড়ী, আলীপুর, বেলটিয়া, খাগচড়া গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বাড়ী ঘর হারিয়ে নি:স্ব হয়েছেন সহস্রাধিক মানুষ।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

দেলদুয়ারে দুই নারীসহ ৬ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের দেলদুয়ারে দুই নারীসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে দেলদুয়ার থানা পুলিশ। শনিবার …

Leave a Reply

Your email address will not be published.