গোপালপুর বাস টার্মিনালের বেহাল দশা
গোপালপুর বাস টার্মিনালের বেহাল দশা

গোপালপুর বাস টার্মিনালের বেহাল দশা

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের গোপালপুরের বাস টার্মিনালের বেহাল দশা। একটু বৃষ্টি হলেই বাস টার্মিনাল ধান ক্ষেতে পরিণত হয়।বাসস্ট্যান্ডে কোথাও গাড়ি রাখার জায়গা থাকে না। শুধু কাদা আর কাদা। বেশ কয়েকবার সংস্কার করা হলেও তার কোনো ফল পায়নি ভূক্তভোগিরা । নির্দিষ্ট কোনো বাস স্ট্যান্ড না থাকায় বাসগুলো রাস্তার পাশেই দাঁড় করিয়ে রাখতে হয়। ফলে যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। যাত্রীদের অভিযোগ,নির্দিষ্ট কোনো বাসস্ট্যান্ড বা গাড়ি রাখার জায়গা নেই।একটু বৃষ্টি হলেই শুধু কাদা আর কাদা। দীর্ঘদিন ধরে এমন অবস্থা থাকলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। অনেক দুর্ভোগ আর কষ্ট নিয়েই যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের। গোপালপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন সাহা জানান, সরকারি বাস টার্মিনাল না থাকায় বাস মালিক সমিতির নিজস্ব অর্থায়নে ভাড়া দিয়ে বাস টার্মিনাল পরিচালনা করতে হচ্ছে। অপরদিকে গোপালপুর বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুল কবির আজাদ জানান, সরকারি বাস টার্মিনাল না থাকায় আমাদের শ্রমিকদের অনেক দুর্ভোগ পোহাতে হয়, তাই আমি আশাবাদী অতি শিগগিরই সরকারি বাস টার্মিনাল হবে। গোপালপুর বাস মালিক সমিতির সদস্যরা জানান, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি বাসস্ট্যান্ড পরিদর্শন করে গেছেন। তিনি আশ্বাস দিয়েছেন খুব তাড়াতাড়ি একটি সরকারি বাসস্ট্যান্ড হবে ।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

টাঙ্গাইলে জেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক :টাঙ্গাইলে শেখ হাসিনার বিচারের দাবীতে জেলা বিএনপির আয়োজনে দ্বিতীয় দিনেও অবস্থান কর্মসূচি ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *