আঃ রশিদ তালুকদার : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার কয়েড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাজী আঃ রশিদ, অবঃ প্রাপ্ত উপ অর্থ নিয়ন্ত্রক এর একমাত্র পুত্র নবাব রাশেদুল কাদের সম্পদ এর ১৪ তম মৃত্যুবার্ষিকী আজ। জানা গেছে প্রতিবছরের ন্যায় এবারও ১৫ আগষ্ট পরিবারের উদ্যোগে তার নিজ বাড়িতে মৃত্যুবার্ষিকী পালিত হবে। টাঙ্গাইল লায়ন নজরুল কলেজের মেধাবী ছাত্র সম্পদ বিগত ১৫/০৮/২০০২ তারিখে আকষ্মিক ভাবে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুবার্ষিকীতে নিজ বাড়ি, স্থানীয় মাদরাসা, মসজিদ ও সম্পদ স্মৃতি সংঘে কোরআন খানী, মিলাত মাহফিল, দোয়া ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে। মরহুমের পিতা হাজী আঃ রশিদ এবং মাতা মোছাঃ শেফালী বেগম মরহুম পুত্রের বিদেহী আত্মা মাগফেরাতের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।