নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে সড়কে নিরাপত্তা ও জনসচেতনতা বাড়ানোর লক্ষে জাতীয় ট্রাফিক সপ্তাহ উদযাপন করা হয়েছে। রোববার (৫ আগস্ট) সকালে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ট্রাফিক বিভাগের আয়োজনে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুলিশ সুপারের কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল মোমেন খান, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আনিসুর রহমান, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ সহ ট্রফিক কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।