লোকাল নিউজ ডেস্কঃ টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুরের হামিদ অ্যান্ড কোম্পানী-২ ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে ৭৩০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)। শুক্রবার (৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সেলিমাবাদ খানপাড়া গ্রামের মৃত.রিফাত শেখের ছেলে মামুনুর রশিদ মামুন (৩২) ও বাবুপুর মধ্যপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে শরিফ উদ্দিন শরিফ (৩১)। টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. শফিকুর রহমান জানান, ৭৩০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। অভিযানে একটি মিনি পিকআপ ট্রাকে পরিবহনকৃত ভারতীয় আমদানী নিষিদ্ধ ৭৩০ বোতল ফেনসিডিল, পাঁচটি সিম কার্ড ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এটাও চেক করতে পারেন
টাঙ্গাইলে জেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালিত
নিজস্ব প্রতিবেদক :টাঙ্গাইলে শেখ হাসিনার বিচারের দাবীতে জেলা বিএনপির আয়োজনে দ্বিতীয় দিনেও অবস্থান কর্মসূচি ও …