নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে মাদক বিরোধী পুলিশের বিশেষ অভিযানে ১১৩ জনকে গ্রেফতার করেছে বিভিন্ন থানার পুলিশ ও ডিবি। পুলিশ সূত্রে জানা যায় গত ৩০ জুন ২০১৮ হতে ২ জুলাই সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১১৩ জন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করেছে। এদের মধ্যে ৫৩ জন মাদক ব্যবসায়ী ৬০ জন মাদক সেবনকারী। তাদের অনেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এ সময় মাদক ব্যবসায়ীর কাছ থেকে ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়। টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, পুলিশের বিশেষ মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। এদিকে টাঙ্গাইল পুলিশ সুপারের নির্দেশক্রমে গঠিত ঘাটাইলের লোকেরপাড়া আঞ্চলিক মাদক, জুয়া প্রতিরোধ কমিটির সদস্যরা গত ২ বছরে ৯২ জন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীকে মাদকসহ আটক করে পুলিশে সোর্পদ করেছে। কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আ: রশিদ তালুকদার জানান, মাদক বিরোধী আমাদের কার্যক্রম অব্যাহত থাকিবে।