নিজস্ব প্রতিবেদক ঃ টাঙ্গাইলে ১১৯ বোতল ফেনসিডিলসহ বায়েজিদ (১৬) ও সবুজ (১৪) নামে দুই কিশোরকে আটক করেছে র্যাব-১২।
শনিবার (২৯ অক্টোবর) মধ্যরাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক বায়েজিদ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মারাধার গ্রামের এজাবুল ইসলামের ছেলে সবুজ একই গ্রামের শাহিনুল ইসলামের ছেলে। র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি মো. এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল বাইপাস এলাকায় অভিযান চালায়। এ সময় ১১৯ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। তারা অবৈধভাবে ফেনসিডিল সংগ্রহ করে বিভিন্ন উপজেলায় সরবরাহ করত। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১)-এর ১৪ (গ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।