বেশি দামে নেভি সিগা‌রেট বিক্রির দায়ে গোডাউনের মা‌লিক‌কে ৫০ হাজার টাকা জরিমানা
বেশি দামে নেভি সিগা‌রেট বিক্রির দায়ে গোডাউনের মা‌লিক‌কে ৫০ হাজার টাকা জরিমানা

বেশি দামে নেভি সিগা‌রেট বিক্রির দায়ে গোডাউনের মা‌লিক‌কে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে শ‌নিবার (১৫ জুন) নেভি সিগারেটের গোডাউনের মা‌লিক‌কে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বেশি দামে সিগা‌রেট বিক্রি করার দায়ে ওই নেভি সিগারেটের গোডাউনের মা‌লিক‌কে এ জরিমানা করা হয়।

এ ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা ক‌রেন টাঙ্গাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেব নাথ। এ সময় বিপুল প‌রিমাণ নে‌ভি ও সেখ সিগা‌রেট জব্দ ক‌রে তা পু‌ড়ি‌য়ে দেয়া হয়।উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেব নাথ জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় পণ্য নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সিগারেট বিক্রি করার দা‌য়ে ওই নেভি সিগারেট ডিলারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ডিলার রওনক হোসেন‌কে ৫০ হাজার টাকা জরিমানা ও বিপুল পরিমাণ নেভি ও সেখ সিগারেট জব্দ করে তা উপজেলা পরিষদ চত্বরে পোড়া‌নো হয়।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

টাঙ্গাইল জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা কারাগারে লাল মিয়া (৩৮) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। শুক্রবার …

Leave a Reply

Your email address will not be published.