লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে পানিতে ডুবে যাওয়া বোনকে বাঁচাতে গিয়ে নীরব (২৬) নামে এক ভাইয়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ জুন) বেলা ১১টার দিকে লৌহজং নদী থেকে মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।মৃত নীরব উপজেলার বানাইল ইউনিয়নের গল্লি গ্রামের ফজলুল হকের ছেলে।মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আরিফুর রহমান জানান, সোমবার (১৭ জুন) দুপুরে উপজেলার গুনটিয়া গ্রামে লৌহজং নদীতে স্ত্রী ও ছোট বোনকে নিয়ে গোসল করতে যান নীরব। নদীতে গোসল করতে গেলেও তারা কেউ সাঁতার জানতেন না। এক পর্যায়ে ছোট বোন সুমাইয়া পানিতে ডুবে যাচ্ছিলেন। বোনকে বাঁচাতে এগিয়ে যান নীরব। তবে বোনকে রক্ষা করতে পারলেও নদীতে ডুবে যান তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে রাত ৮টা পর্যন্ত নীরবকে খুঁজে পায়নি।
মঙ্গলবার সকালে দ্বিতীয় দফায় নীরবকে খুঁজতে নদীতে নামে ডুবুরি দল। নিখোঁজের ১৯ ঘণ্টা পর বেলা ১১টার দিকে ডুবুরি দল ঘটনাস্থল থেকে নীরবের মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।