হাতুড়ি পিটায় স্কুল ছাত্র গুরুতর আহত বাবা বাদী হয়ে কোর্টে মামলা

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরের কিশোররা জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধমূলক কর্মাকান্ডে। বিশেষ করে স্কুল পড়ুয়া ছাত্র এবং স্কুল থেকে ঝড়ে পড়া বেকার যুবকদের মধ্যে এমন প্রবনতা বেশি দেখা যাচ্ছে শহর থেকে গ্রাম অঞ্চলে। এদের মাধ্যমে সংগঠিত হচ্ছে নানা রকম অপকর্ম। জড়িয়ে পড়ছে নেশার জগতে। অনেক সময় ঘটছে খুনের মত ঘটনাও। এমন ঘটনা ঘটেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ী গ্রামের উত্তর পাড়া জোয়াদ আলী মোড় এলাকায়।


জানা যায় স্কুল পড়–য়া সপ্তম শ্রেনির ছাত্র রিফাতকে তার এলাকারই স্কুল থেকে ঝড়ে পড়া বখাটে সহপাঠি মোঃ আরিফ (২০) মোঃ শরিফ (১৮) নদীর পারে ডেকে নিয়ে বিড়ি খাওয়া শিখাতো। এ ঘটনা রিফাতের বড় ভাই দেখে ফেলায় তাদেরকে শাসন করে। তারই জেরে গত ১৩ জনু সন্ধ্যায় বাড়ীর কাজে বাহিয়ে গেলে সেখান থেকে যমুনা নদীর পাড়ে নিয়ে মোঃ আরিফ ও মোঃ শরিফ হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে ৭ম শ্রেণির ছাত্র রিফাতকে (১৩)। সে সময় তার আতœচিৎকারে পথচারী অমূল্য তালুকদার এগিয়ে আসলে তিনি প্রাণে বেচে যান। তিনি জানান নদী পার হয়ে গোবিন্দাসী এলাকায় পৌছালে নদীর পারে আতœচিৎকার শুনি । দৌড়ে গিযে দেখি দুজন যুবক ওই ছেলেকে হাতুড়ি দিয়ে এলো পাথারি পিটাচ্ছে। আমি কাছে যাওয়ায় তারা পালিয়ে যায়। সে সময় ছেলেটি মাটিতে লুটিয়ে পড়ছিল। পরে আমার সহযোগিতায় সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সে বাগবাড়ী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। তার বাবা মোঃ জামাল হোসেন সাবেক সেনা সদস্য। এ ঘটনায় সুষ্ট বিচারের দাবিতে এলাকা মাতাব্বদের ধারে ধারে ঘুরে বেড়ায় ভূক্তভোগীর রিফাতের পিতা মোঃ জামাল হোসেন । গ্রাম্য শালিশে বিচারের নামে সময় ক্ষেপন করতে থাকে আসামী পক্ষ। কোন বিচার না পেয়ে রিফাতের বাবা বাদী হয়ে গত ১৮ জুন ৫ জনের নাম উল্লেখ করে মোকাম বিজ্ঞ সিনিয়র ম্যাজিঃ ভূঞাপুর থানা আমলী আদালত,টাঙ্গাইলে একটি মামলা দায়ের করেন। আসামীরা হলেন বাগবাড়ী গ্রামের মোঃ আরিফ (২০) মোঃ শরিফ (১৮) উভয়রের পিতা মোঃ আনোয়ার হোসেন (কুরবান খলিফা) মোছাঃ শাহীনুর বেগম (৪০) স্বামী মোঃ আনোয়ার হোসেন, মোঃ আনোয়ার হোসেন (কুরবান খলিফা) (৫০) পিতা মৃত খন্দকার আফাজ উদ্দিন, মোঃ জড়িনা বেগম (৪৬) স্বামী জালাল হোসেন । অপর দিকে মামলার খবর পেয়ে ভূক্তভোগীকে শায়েস্তা করার জন্য ভূঞাপুর থানা থেকে পুলিশ নিয়ে যান এলাকায় প্রভাবশালী আসামীর পিতা মোঃ আনোয়ার হোসেন। এলাকাবাসীর বক্তব্য শুনে ঘটনার সত্যতা বিপরীত দিকে মোড় নেওয়ায় সেখানে থেকে ফিরত আসে তারা। এর পর থেকে এলাকায় আবারো হাতুড়ি নিয়ে মহড়া ও হাতুড়ির পিটানোর হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন ভোক্তভোগির পরিবার। আতংকে ছেলেকেও স্কুলে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে পরিবারের পক্ষ থেকে। এ বিষয়ে ভুক্তভোগীর পিতা মোঃ জামাল হোসেন বলেন আমার ছেলেকে আরিফ ও শরিফ হাতুড়ি দিয়ে বেধড়ক এলোপাতারি পিটিয়ে গুরুতর আহত করেছে। এলাকায় বিচার না পেয়ে কোর্টে মামলা করেছি। তার পর থেকে দফায় দফায় আমাকে প্রান নাশের হুমকি দিচ্ছে আমি পরিবার নিয়ে আতংকে আছি । এ বিষয়ে মোঃ আনোয়ার হোসেন ( কুরপান খলিফা) জানান, আমার ছেলেদের নিয়ে ওর ( জামালের) ছেলে রিফাত বেশ কিছুদিন যাবত গোপনে বিড়ি টেনে আসছে। এ নিয়ে আমাদের মাঝে ভুল বোঝাবুঝি হয়। পরবর্তীতে আমার ছেলেকে ওরা দুই বার মার-ধোর করেছে। আমি বার-বার চেষ্টা করেছি পারিবারিকভাবে মিমাংসার জন্য । তা পারি নাই । পড়ে আমার ছেলেরা তার ছেলেকে মেরেছে। এ বিষয়ে ভূঞাপুর থানার এস আই লিটন বলেন. মোঃ আনোয়ার হোসেন ( কুরপান খলিফা) তার স্ত্রীকে মেরেছে এ অভিযোগে আমাকে তার এলাকায় বাগবাড়ি নিয়ে যায় । পরে গ্রামবাসীর নিকট জানতে পারি কুরপানের ছেলেরাই জামালের ছেলে রিফাতকে হাতুড়ি পিটা করেছে। পরে আমরা সেখান থেকে ফিরত আসি। থানায় এসে জানতে পারি ভোক্তভোগীর বাবা বাদী হয়ে কোর্টে মামলা করেছে।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

জামায়াতের আর্থিক সহায়তা পেলো ভূঞাপুরের শহিদ পলাশের পরিবার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ মো. ফিরোজ তালুকদার পলাশের পরিবারের পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *