হাসি মুখে ফাঁসির মঞ্চের দিকে গিয়েছিলেন মাওলানা নিজামী!

নিজস্ব প্রতিবেদক: ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন মাওলানা নিজামী! আর গুন গুন করে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইললাল্লাহ পড়তেছেন।

তিনি এমন খুশি মনে এগিয়ে যাচ্ছেন যেন কোন ভিআইপি মেহমানের মুখোমুখি হতে যাচ্ছেন! তাঁকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবার জন্য ১২ জন সেপাহি এসেছিলেন! কিন্তু তিনি তাঁদের ঘাড়ে ভর করে নয়,নিজ পায়ে মহান মালিকের সঙে সাক্ষাৎ করার বাসনায় এগিয়ে চললেন!রাত তখন ১১.৫৫ মিনিট! ম্যাজিষ্ট্রেট এবং জেল সুপার এসে বললেন, স্যার আপনাকে যেতে হবে! নিজামী সাহেব বললেন, তোমরা কি আমাকে কিছুক্ষণ সময় দিবে? আমি দুই রাকাত নফল নামায পড়তাম! হুজুরকে নামায পড়ার জন্য সুযোগ দেয়া হল! হুজুর নামায শেষ করেই নিজেই কনডেম সেল থেকে বের হবার জন্য পা বাড়ালেন! তখন তাঁর দুই হাত পিছ মোড়া করে বেঁধে ফেলা হল!ফাঁসির মঞ্চে পৌছে গেছেন মাওলানা নিজামী! আর কিছুক্ষনের মধ্যেই সেই কাঙ্খিত শাহাদাত! জল্লাদ জম টুপি পরানোর জন্য সামনে এগিয়ে এল!
নিজামী হুজুর বললেন, আমাকে জম টুপি পরাতে হবে না! তোমরা তোমাদের কাজ করো! তখন জেল সুপার বললেন, স্যার জেল কোড অনুযায়ী আপনাকে জম টুপি পরতেই হবে! জেল কোডের সম্মানার্থে জম টুপি পরতে রাজি হলেন মাওলানা নিজামী!এরপর তাঁকে ফাঁসির মঞ্চে উঠানো হল! তার গলায় রশি পরিয়ে দেয়া হলো! ঠিক সেই মুহুর্তে মাওলানা নিজামী উচ্চকন্ঠে বললেন, ইয়া আল্লাহ! তুমি আমার শাহাদাত কে কবুল করে নাও! তুমি আমাকে তোমার জান্নাতের মেহমান করে নাও।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের রুহের মাগফেরাত ও   চেয়ারপার্সন  বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক :  বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনে দ্বিতীয় বারের মত দেশ স্বাধীন করে শহিদ হয়েছেন তাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *