ভূঞাপুরে কৃষিবিদ মরহুম আব্দুল মজিদ মিয়ার স্মরণে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন ছিন্নমূল জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও সমাজসেবক কৃষিবিদ মরহুম আব্দুল মজিদ মিয়ার স্বরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে গোবিন্দাসী ইউনিয়ন ছিন্নমূল জনকল্যাণ সংস্থার উদ্যোগে গোবিন্দাসী কিন্ডারগার্টেন স্কুলে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বৃক্ষ রোপন ও দুস্থদের মধ্যে ছাগল বিতরণ করা হয়। গোবিন্দাসী ইউনিয়ন ছিন্নমূল জনকল্যাণ সংস্থার সভাপতি মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন চকদার। বিশেষ অতিথি ছিলেন- রুপালী ব্যাংকের অবসরপ্রাপ্ত এজিএম মোঃ হামিদুর রহমান মিয়া, কোনাবাড়ি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মোঃ নূরুল ইসলাম, উপজেলা সহকারী সমাজ সেবা অফিসার মোঃ বকুল মিয়া, মরহুম আব্দুল মজিদ মিয়ার ছেলে মোঃ নজরুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম লাভলু, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ নুরুজ্জামান বাবলু, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম মেম্বার, ইউনিয়ন ছিন্নমূল জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক খন্দকার আবুল হোসেন ভোলা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন বাবলু, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হালিম প্রামাণিক, সদস্য, মাওলানা আব্দুল ওয়ারেছ আনসারী, রুহুলী দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল ওহাব, গোবিন্দাসী বাজার বণিক সমিতির সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, গোবিন্দাসী কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক মোঃ রবিউল ইসলাম রবি, ইউপি সদস্য মোঃ রুবেল সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক খাইরুল খন্দকার। উল্লেখ্য, মরহুম আব্দুল মজিদ মিয়া গত ৭ এপ্রিল-২০২৩ ইং মধ্যরাতে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি নগরবাড়ী কৃষি ডিপ্লোমা কলেজের উদ্যোক্তা, রুহুলী উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা, সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠানের একান্ত সহযোগী ও সমাজসেবক ছিলেন।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে ভূঞাপুরে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (২৩ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *