কালিহাতিতে বিএনপির বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের হামলা, আহত -১৫

নিজস্ব প্রতিবেদকঃ জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি,নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ও ভোলা জেলায় পুলিশের গুলিতে নিহত শহীদ নূরে আলম এবং আব্দুর রহিমের হত্যার প্রতিবাদে

টাঙ্গাইলে বিএনপির সমাবেশে ছাত্রলীগের হামলা, আহত ১৫

টাঙ্গাইলের কালিহাতিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগের হামলায় প্রায় ১৫ নেতাকর্মী আহত হয়েছে।

বিএনপির একাধিক নেতা জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার(২৮অগাস্ট)উপজেলার বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করার কথা ছিল। কিন্তু উপজেলা ছাত্রলীগ ওই সমাবেশে বাধা দেয়। পরে নেতাকর্মীরা উপজেলার চারান এলাকায় গিয়ে সমাবেশ শুরু করেন। সমাবেশের শেষ পর্যায়ে উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও এর সহযোগী সংগঠনের বেশ কিছু নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে সমাবেশে অতর্কিত হামলা চালায়। পরে দুই পক্ষের সঙ্গে সংঘর্ষের সময় বিএনপির প্রায় ১৫ নেতাকর্মী আহত হয়। এছাড়া ১৭ টি মোটর সাইকেল, ৬টি  পিকআপ ও ৪ টি বাস গাড়ি  ভাঙচুর করা হয়।  পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কালিহাতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা অাজিজুর রহমান বলেন,দুই পক্ষের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বেশ কিছু নেতাকর্মী অাহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে অানে ।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

রাত পোহালেই সারা দেশে ত্যাগের মহিমায় উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা

নিজস্ব প্রতিবেদক : ঈদ মোবারক ! ঈদ মোবারক!! রাত পোহালেই সোমবার সারা দেশে ত্যাগের মহিমায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *