আব্দুল লতিফ ঘাটাইল প্রতিনিধি:
‘সকলের হাত পরিচ্ছন্ন থাক’– এ প্রতিপাদ্য নিয়ে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে আর্ন্তজাতিক সাহায্যকারীসংস্থা গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় দিবসটি উপলক্ষে একটি র্যালী বের হয়। র্যালীটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শালিয়াজানী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীদের হাত ধোয়া শেখানো হয়।
পরে গডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানাজার মো:জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেউলাবাড়ী ইউপি চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ইউপি মেম্বার চান মিয়া, ঘাটাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ,মেডিক্যাল অফিসার ডা: শুভ বসাক,হেলথ অফিসার মো:শাহীন আলম,প্রধান শিক্ষিকা মোসা: হোসনে আরা পারভীন সিনিয়র এডমিন অজয় কুমার দে প্রমুখ।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের ৫০ জন মা ও ৫০ জন শিশুদের মাঝে লাইফবয় সাবান বিতরণ করা হয়।