আব্দুল লতিফ ঘাটাইল প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মুক্তিযোদ্ধাদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮মে) ঘাটাইল উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথী ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্জ আতাউর রহমান খান।
মুক্তিযোদ্দা এমদাদুল হক খান হুমায়ুনের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) এনামুল হক,ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র আব্দুর রশিদ মিয়া, সাবেক কমান্ডার হবিবুর রহমান, মুক্তিয়োদ্ধা আব্দুর ছাত্তার মিয়া প্রমূখ।
