বঙ্গবন্ধু সেতুর টোল সিস্টেম অকেজো দেড় ঘন্টা সেতুতে টোল আদায় বন্ধ

তপু, ভূঞাপুর : বঙ্গবন্ধু সেতুতে টোল সিস্টেম বিকল হওয়ায় যানচলাচল বন্ধ ছিল দেড় ঘন্টা। পরে ম্যানুয়ালে টোল আদায় শুরু করে সেতু কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে ৩টা ২০ মিনিট পর্যন্ত সেতুতে টোল আদায় বন্ধ ছিল। পরে ৩টা ২০মিনিটের পর সেতু কর্তৃপক্ষ ম্যানুয়ালে টোল আদায় শুরু করলে সেতু দিয়ে যানচলাচল শুরু হয়।
সেতু সূত্রে জানা গেছে, বর্তমানে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে নিয়োজিত রয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। এরআগে কয়েকবছর টোল আদায় করেছে বেসরকারি ঠিকাদারী প্রতিষ্ঠান কমিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস)। সিএনএস টোল আদায়ের সময় তাদের নিজস্ব সিস্টেম দিয়ে সেতুতে টোল আদায় করতো। পরবর্তিতে সিএনএসের কন্ট্রাক্ট বাতিল হলে তাদের সিস্টেম দিয়ে টোল আদায় শুরু করে সেতু কর্তৃপক্ষ। এতে মাঝে মধ্যেই সিস্টেম বিকল হয়ে সেতু দিয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ বঙ্গবন্ধু সেতুতে স্থাপিত টোল আদায়ের সিস্টেম বিকল হওয়ায় সেতু দিয়ে সকল ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ২টা থেকে ৩টা ২০ মিনিট পর্যন্ত সিস্টেম অচল ছিল। পরে সেতু কর্তৃপক্ষ ম্যানুয়ালে টোল আদায় করলে যানচলাচল শুরু হয়। এসময় সেতুর উভয়পাড়ে কিছুটা যানজট ছিল। সেতুতে টোল আদায় শুরু হওয়ার পর যানজট স্বাভাবিক হয়। এরআগেও মাঝেমধ্যে এমন ঘটনা ঘটেছে সেতুতে।
বিবিএ’র বঙ্গবন্ধু সেতু সাইটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন বলেন, সিএনসের সিস্টেম ভাড়া নিয়ে সেতুতে টোল আদায় করা হচ্ছে। ইন্টারনেটের জটিলতার কারনে এরকম হয়েছে। তারপরও যাতে সেতুতে যানজটের ভোগান্তি না হয় সেক্ষেত্রে ম্যানুয়ালে টোল আদায় করা হচ্ছে।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা ও মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক ঃ টাঙ্গাইলের ভূঞাপুরে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা ও মতবিনিময় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *