নিজস্ব প্রতিবেদক: ভূঞাপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট বুধবার দুপুরে ভূঞাপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট,পৌর মেয়র মাসুদুল হক মাসুদ,উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু,থানা অফিসার ইন চার্জ মো. রাশিদুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.শাহীনুর ইসলাম ও ভূঞাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মহীউদ্দীন। খেলায় মেয়েদের গ্রুপে যমুনার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ নিকলা দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে ১-০ গোলে এবং , ছেলেদের গ্রুপে ভারই সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ জগৎপুরা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকেও একই ব্যবধানে পরাজিত করে উপজেলা পর্যায়ের খেলায় বিজয়ী হন। পরে বিজয়ী ও বিজীতদের মধ্যে টফি বিতরণ করা হয়।