ভূঞাপুরে বাউবি’র এইচএসসি পরীক্ষায় ১৪ শিক্ষার্থী বহিস্কার

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর ফলদা শিহাব উদ্দিন ডিগ্রী কলেজ কেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীন এইচএসসি একাদশ শ্রেণীর বাংলা ১মপত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে ১৪জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। শুক্রবার সকালে অনুষ্ঠিত পরীক্ষায় ওই শিক্ষার্থীদের বহিস্কার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) শরীফ আহমেদ।

কেন্দ্র সূত্রে জানা যায়, উপজেলার ফলদা শিহাব উদ্দিন ডিগ্রী কলেজ কেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি)অধীন এইচএসসি একাদশ শ্রেণীর বাংলা ১মপত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৫২ জন। শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন ১২৭জন । অনুপস্থিত ছিল ২৫ শিক্ষার্থী । পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে ১৪জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শরীফ আহমেদ বলেন, ফলদা শিহাব উদ্দিন ডিগ্রী কলেজ কেন্দ্রে বাউবির পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অভিযোগ ছিল।শুক্রবার সকালে অনুষ্ঠিত বাংলা ১মপত্র পরীক্ষায় ওই অভিযোগে ১৪জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা ও মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক ঃ টাঙ্গাইলের ভূঞাপুরে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা ও মতবিনিময় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *