মোঃ মিজানুর রহমান ঃ টাঙ্গাইলের ভূঞাপুরে ভূঞাপুর বাজারের দরিদ্র কাপড় ব্যবসায়ী আঃ মজিদের বাসায় বিরল প্রজাতীর ফুল নাইট কুইন (রাতের রানী) প্রস্ফুটন ঘটে। পৌর এলাকার কাঠাল বাগানের ভাড়া করা বাসায় বসবাস করে থাকে আঃ মজিদ ও তার স্ত্রী মমতাজ বেগম। ছোট বেলা থেকেই বাগান করা ও ফুলের প্রতি অতিরিক্ত ভালবাসার কারনে বাসায় বিভিন্ন প্রজাতীর ফুলের গাছ বপন করে মমতাজ। তিনি জানান মঙ্গলবার রাত ৮টা থেকে গাছের পাতা থেকে প্রথমে কলি পরে সাদা দবদবে ফুল ফুটতে থাকে এবং রাত ১০টার মধ্যে পুর্নাঙ্গ ফুলে রুপ নেয়। বিরল এই ফুল দেখার জন্য আশেপাশের লোকজন রাতে ভিড় জামাতে থাকে। অনেকে ফুলের এই প্রস্ফুটন দেখে আবেগে আপ্লুত হয়ে যায়। ৬ বছর আগে এই গাছেই আর একটি ফুল ফুটে ছিল। জানা যায় দরিদ্র পরিবারে থেকেও স্বামী-স্ত্রী অকৃত্রিম ভালবাসার কারনে স্থানীয় সাংবাদিক বদিউজ্জামান খান এই জুটি কে ভূঞাপুরের সেরা জুটি হিসেবে পুরস্কার প্রদান করেন।
এটাও চেক করতে পারেন
শহীদদের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ- সালাউদ্দিন আহমেদ
নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, শহীদদের স্বপ্নের অসম্প্রদায়িক …