ভূঞাপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে শ্রমিকলীগ নেতা আব্দুল লতিফ মনোনয়ণ প্রত্যাশী

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে চষে বেড়াচ্ছেন জাতীয় শ্রমিক লীগ টাঙ্গাইল জেলা শাখার সাধারন সম্পাদক ও জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আব্দুল লতিফ। শনিবার বেলা সাড়ে ১১ টায় ভূঞাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিক ভাবে তার প্রার্থীতার ঘোষনা দেন। আব্দুল লতিফ তার লিখিত বক্তব্যে বলেন,সারা জীবন দলের হয়ে কাজ করেছি। কখনো দলের কাছে কিছ ুচাইনি। জীবনের শেষ বেলায় এসে ভূঞাপুরের মানুষের প্রতি অগাধ শ্রদ্ধাবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে জন প্রতিনিধি হিসেবে তাদের সেবা করতে চাই। ভূঞাপুরকে মাদক, সন্ত্রাস ও দুর্ণীতি মুক্ত এবং স্বাস্থ্য সেবানিশ্চিত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। আর এ লক্ষে দলের কাছে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন চাইবো। আশাকরি দল আমাকে নিরাশ করবেনা। ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল দর্পণ, জাতীয় শ্রমিকলীগ জেলা শাখার সহসভাপতি আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সোহাগ, মহিলা সম্পাদিকা রহিমা আক্তার, জেলা শ্রমিক ফেডারেশনের প্রচার সম্পাদক হারুন অর রশিদ হারুন ও বিভিন্ন ইলেকট্রনিক ও জাতীয় প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

জামায়াতের আর্থিক সহায়তা পেলো ভূঞাপুরের শহিদ পলাশের পরিবার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ মো. ফিরোজ তালুকদার পলাশের পরিবারের পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *