ভূঞাপুরের গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে দূর্নীতি দমন কমিশনের শিক্ষা উপকরণ বিতরণ
লোকাল নিউজ ডেস্ক : “বন্ধ হলে দূর্নীতি-উন্নয়নে আসবে গতি”এ শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল দূর্নীতি দমন কমিশনের আয়োজনে ও ভূঞাপুর উপজেলা প্রশাসনের সহযোগীতায় মঙ্গলবার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উপকরণের মধ্যে ছিলো দূর্নীতি দমন কমিশনের শ্লোগান সমৃদ্ধ খাতা,কলম,স্কেলসহ অন্যান্য সামগ্রী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ আলীর সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমন্বিত দূর্নীতি দমন কমিশন টাঙ্গাইলের উপ পরিচালক রেবা হালদার,ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ, থানা অফিসার ইনচার্জ আব্দুস ছালাম মিয়া, জেলা সমন্বিত দূর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক নূরে আলম, উপজলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শাহীনুর ইসলাম, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইকরাম উদ্দিন তারা মৃধা, গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু, ভূঞাপুর দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল লতিফ সরকার, সাধারন সম্পাদক মো.মিজানুর রহমানসহ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্য ও শিক্ষক মন্ডলী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক হাবিবুর রহমান সংগ্রাম।
আপনার মতামত লিখুন